Monday, November 7, 2016

২ মাস ধরে চালক ডিউটি পাচ্ছেনা আন্তঃনগর একতা ও দ্রুতযান ট্রেন এখন ব্রডগেজ লাইনে চলছে

রাইসুল ইসলাম, পার্বতীপুর (দিনাজপুর)
বাংলাদেশ রেলওয়ের পশ্চিমযোনের লালমনিরহাট ডিভিশনের দু’টি গুরুত্বপূর্ন আন্তঃনগর একতা ও দ্রুতযান এক্সপ্রেস ট্রেন গত ২ মাস ধরে মিটার গেজের পরিবর্তে ব্রডগেজ রেলপথে চলাচল করছে। ওই ট্রেন দু’টির ১২ চালক ও ১২ সহকারী চালক দু’মাস ধরে এক প্রকার কর্মহীন হয়ে পড়েছেন বলে জানা গেছে। 
কর্মহীন হয়ে পড়া চালকদের মধ্যে আব্দুল কাদের জিলানী বলেন, লালমনিরহাট ডিভিশনের পার্বতীপুর লোকোসেডের অধীন এসব ২৪জন চালক দিনাজপুর-ঢাকার মধ্যে চলাচলকারী আন্তঃনগর একতা এক্সপ্রেস, আন্তঃনগর দ্রুতযান এক্সপ্রেস ও দিনাজপুর-পার্বতীপুর-রংপুর সান্তাহারের মধ্যে চলাচলকারী আন্তঃনগর দোলন চাঁপা ট্রেন চালিয়ে এসেছেন দীর্ঘ দিন থেকে। গত ২ সেপ্টেম্বর ঢাকা-পার্বতীপুর-দিনাজপুর রুটে আন্তঃনগর একতা ও আন্তনগর দ্রুতযান এ দু’টি ট্রেন মিটার গেজের পরিবর্তে ব্রডগেজ র‌্যাক দিয়ে চালানো শুরু হয়। আগে এ দু’টি ট্রেন লালমনির হাট ডিভিশন নিয়ন্ত্রন করলেও এখন পাকশী বিভাগের অধীনে চলে গেছে। 
কাদের জিলানী আরও বলেন, মিটার গেজ সেকশনের চালকদের সবধরনের ইঞ্জিন চালানোর সনদ থাকলেও গত ২মাস ধরে তাদের এক প্রকার বসিয়ে রাখা হয়েছে। বর্তমানে তারা শুধুমাত্র দিনাজপুর-পার্বতীপুর সান্তাহারের মধ্যে চলাচলকারী আন্তঃনগর দোলনচাঁপা ট্রেন চালাচ্ছেন। এতে, ১২ দিন পরপর চালক ও সহকারী চালকেরা একদিন করে ডিউটি পাচ্ছেন। 
এব্যপারে জানতে চাইলে পার্বতীপুর লোকোসেডের ইনচার্জ আব্দুল মতিন বলেন, চীফ মেকানিক্যাল ইঞ্জিনীয়ারের (সিএমই) নির্দেশে ২৪ চালকের প্রশিক্ষন কাজ চলছে এখন। প্রশিক্ষন শেষ হলে উর্দ্ধতন কর্মকর্তারা এদের ব্যপারে সিন্ধান্ত নেবেন বলে তিনি উল্লেখ করেন। 

শেয়ার করুন

0 facebook: