Wednesday, January 25, 2017

পার্বতীপুরে মেধাবী ছাত্রীর কিডনির খরচ যোগাতে ব্যান্ড দল


মোক্তারুজ্জামান মোক্তার

 পার্বতীপুরে মেধাবী খাদিজা আক্তারের কিডনি রোগে আক্রান্তে দুটো কিডনি বিকল হয়ে পড়েছে। বর্তমানে  ডায়ালাইসিসের মাধ্যমে তার জীবন বেঁচে আছে। । চিকিৎসক জানান প্রতি সপ্তাহে ৩টা ডায়ালাইসিস করতে হবে। এতে  খরচ প্রচুর হবে। এ খরচ তার পরিবার যোগাতে ব্যর্থ হওয়ায় এগিয়ে আসে পার্বতীপুর ছাত্র একতা পরিষদ । এর সার্বিক তত্বাবধানে ও হেল্প এসোসিয়েশনের আয়োজনে আগামী ১০ই ফেব্রুয়ারী পার্বতীপুর পৌর স্টেডিয়ামে খাদিজার জন্য আয়োজন করা হয়েছে একটি চ্যারিটি কনসার্ট। এই কনসার্ট- কোনোরকম অর্থ ছাড়াই গান পরিবেশন করতে আসছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী এফ সুমন ও কিশোর পলাশ। তাদের সাথে যুক্ত হলেন জনপ্রিয় গায়ক তানজীব সারোয়ার। তিনি ও খাদিজার জন্য বিনে পয়সায় গাইবেন। ছাত্র একতা পরিষদের আহ্বায়ক আহসান হাবীব নয়ন জানান, এ কনসার্ট উদ্দেশ্য কোন বিনোদনের জন্য আমরা আয়োজন করিনি বরং এই বিনোদন বাস্তবায়নের মধ্য দিয়ে যে আয় হবে তা দিয়ে খাদিজার চিকিৎসার জন্য ব্যয় করা হবে। । তাই সবাইকে আহ্বান জানাচ্ছি এই কনসার্টে টিকেট কেটে অংশগ্রহনের মধ্য দিয়ে খাদিজার পাশে এসে দাঁড়ানোর।

কিশোর পলাশ জানায়, আসলে মানবতার জন্য কাজের জন্য অর্থের দিকে তাঁকাতে হয় না। মানুষের ভালোবাসা সবচেয়ে বড় অর্থ। এজন্যে আমরা কনসার্টে গান গাইবো।খাদিজা প্রান বাঁচাতে এখন ঢাকায় অবস্থান করছে। ।


শেয়ার করুন

0 facebook: