Monday, February 13, 2017

ইয়েমেনের খাদ্য সংকটে জাতিসংঘের আহবান

মোক্তারউজ্জামান মোক্তার 
ইয়েমেনের খাদ্য সংকটে জাতিসংঘের একটি সংস্থা জরুরি সাহায্যের আহবান জানিয়েছেন।জাতিসংঘের ফাও
সংস্থাটি খাদ্য ও নিরাপত্তা নিয়ে দেশটি জরিপ চলাকালে খাদ্যে সংকটে বিবৃতি প্রকাশ করেন। দেশটির গৃহ যুদ্ধ পর ২০১৫ সালে  প্রথম জরিপ পরিচালিত হয়।  জরিপে দীর্ঘ দিন যুদ্ধ হওয়ায় দেশটি কৃষি উৎপাদন ব্যবস্থা ভেঙ্গে পড়ে। ফলে দেশটিতে খাদ্য সংকট ব্যাপক আকারে জনগনের নিকট দেখা দেয়। জরিপটিতে
খাদ্য নিরাপত্তাহীন মানুষের সংখ্যা ৩ লাখ বেড়ে প্রায় ১ কোটি ৭১ লাখে দাড়িয়েছে। দেশটির ৬০ শতাংশ জনসংখ্যার এটি। জরিপটি জানায় ১৮ বছরের কম বয়সী ২০ লক্ষ অধিক শিশু অপুষ্ঠিতে ভূগছে ।  দেশটিতে
এখন পৃথিবীর সবচেয়ে খাদ্য সংকট অবস্থায় পরিনত হয়েছে। সে কারনে জাতিসংঘের সংস্থাটি বিশ্বের ধনী দেশ গুলির প্রতি ইয়েমেনের খাদ্য সংকটে সহোযোগীতা করার আহবান জানান।


শেয়ার করুন

0 facebook: