Wednesday, February 8, 2017

কুষ্টিয়ায় মাহফিল দিয়ে প্রতারণার অভিযোগ

রাজীব মাহমুদ
কুষ্টিয়া জেলা খোকসা উপজেলার চাঁদট গ্রামে মাহফিল দিয়ে প্রতারণা করা হয়েছে।মাহফিল শুনতে যাওয়া কয়েকজনের কাছে এমন অভিযোগ পাওয়া গেছে।তাদের অভিযোগ হলো মাহফিলের প্রধান বক্তা দেশ বরেণ্য আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন তোফাজ্জেল হোসেন ভৈরবের নাম দিয়ে আশেপাশের জেলা বা থানায় মাইকিং করা হয় যে তিনি(ভৈরব) বয়ান পেশ করবেন।এই খবরে আশেপাশের জেলা ও উপজেলা যেমন, রাজবাড়ি জেলা থেকে পাংশা ও খালুখালি এবং ঝিনাইদহ জেলা থেকে শৈলকুপা ও কালিগঞ্জ থানা থেকে সকাল ৯ ঘটিকা থেকে মাহফিল মাঠে মুছল্লিরা জড়ো হতে থাকে।মাহফিল শুরু হয় সকাল ১০:৩০ ঘটিকা থেকে।দুপুর হতে হতে পুরো মাহফিল মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। প্রধান ব্ক্তার বয়ান নির্ধারিত সময়ে না শুরু হওয়ায় মুছল্লিদের মনে সন্দেহ জাগতে থাকে। এক পর্যায় মুছল্লিরা জানতে পারে ভৈরব সাহেব আসেন নি। এই খবর শুনে আগত মুছল্লিরা বিক্ষোভে ফেটে পড়েন ও মাহফিল কমিটির লোকের সাথে হাতাহাতি সহ এক পর্যায়ে মারামারি শুরু হয়ে যায়।
খবর টি নিশ্চিত কি না জানতে চেয়ে মাহফিল কমিটির সভাপতির কাছে জানতে চাওয়া হলে তিনি তা স্বীকার করেন। তবে এ ব্যাপারে তিনি আগত মুছল্লিদের কাছে ক্ষমা চেয়েছেন।

শেয়ার করুন

0 facebook: