Monday, September 11, 2017

কণ্ঠশীলনের নবতিতম আবৃতি কোর্সের জন্য সদস্য আহবান



শারমিন ইসলাম  

  দেশের একমাত্র নিয়মিত আবৃত্তি বিদ্যায়তন কণ্ঠশীলন । যার বীজ বোপিত হয়েছিল প্রায় তিন যুগ আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র –শিক্ষক কেন্দ্রে । কালের  পরিক্রমায় “শুদ্ধ উচ্চারণ ও আবৃত্তি শিক্ষা প্রতিষ্ঠান এবং সাহিত্যের বাচিক চর্চা ও প্রসার প্রতিষ্ঠান” নামে পরিচিতি পায় প্রতিষ্ঠানটি ।কণ্ঠশীলন বর্তমানে আবৃত্তি প্রযোজনা পাশাপাশি নিয়মিত নাট্য প্রযোজনা করছে। সম্প্রতি কণ্ঠশীলনের নাটক “যাদুর লাটিম” এর প্রথম প্রদর্শনীতে হল ভর্তি দর্শক প্রিয়তায় তাঁর  প্রমান মেলে । বরাবরের মত এবারেও কণ্ঠশীলন নবতিতম আবৃতি কোর্সের জন্য সদস্য আহবান করছে ।এই কোর্সে ভর্তি হতে পারেন ন্যূনপক্ষে মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ যে কোন বয়সের আগ্রহীরা। কোর্সের মেয়াদ ৪মাস । ক্লাস প্রতি শুক্রবার সকাল ৮ টা থেকে শুরু করে ১২ টা ৩০ পর্যন্ত কণ্ঠশীলনের নিজস্ব কার্যালয় ২২২ নিউ এলিফ্যান্ট রোড (চতুর্থ তলা ) ঢাকা -১২০৫ হয়ে থাকে । কোর্স সম্পর্কে নিম্ন লিখিত নাম্বারে ফোন দিয়ে  বিস্তারিত জানতে পারবেন । নাম্বার গুলো -০১৫৫-২৩২৭৩০৫,০১৭৩-০০৩৯০৯০,০১৭১৭-৪৩৭৪৫৫,০১৯১২-৩৩৩৪৬০,।ঘুরে আসতে পারেন কণ্ঠশীলনের নিজস্ব ওয়েব সাইটে –www.school.kanthoshilon.org ।  উল্লেখ্য যে এই ওয়েব সাইটে গিয়ে যে কেউ অনলাইনে আবেদন করতে পারেন। আবেদন পত্রের সাথে আপনাকে ভর্তির নিয়মাবলী ও পাঠ্যক্রম দেয় হবে । আবেদন পত্র জমা দেবার শেষ তারিখ ১৪ ই সেপ্টেম্বর । চার মাসের এই আবর্তনের প্রশিক্ষক হিসেবে থাকবেন মীর বরকত , গোলাম সারোয়ার , অধ্যাপক নিরঞ্জন অধিকারী , ডঃ সোমিত্র শেখর , সুদীপ চক্রবর্তী ও নরোত্তম হালদার ।


শেয়ার করুন

0 facebook: