Tuesday, October 10, 2017

পার্বতীপুরে শান্তি ও মূল্যেবোধ শিক্ষা বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত



পার্বতীপুরে শান্তি ও মূল্যেবোধ শিক্ষা বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত 



রাইসুল ইসলাম,পার্বতীপুর (দিনাজপুর) 

পার্বতীপুরে আজ রবিবার দুপুরে হলদীবাড়ি মাধ্যমিক বিদ্যানিকেতনে ‘শান্তি ও মূল্যেবোধ শিক্ষা’ বিষয়ক বিদ্যালয়ভিত্তিক এক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান এমপি। অনুষ্ঠান পরিচালনা করেন সাবেক তত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও গণস্বাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী। ইউরোপিয়ান ইউনিয়নের সহযোগিতায় বেসরকারী উন্নয়ন সংস্থা গ্রাম বিকাশ কেন্দ্র ও গণস্বাক্ষরতা অভিযান এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গ্রাম বিকাশ কেন্দ্রের নির্বাহী পরিচালক মোঃ মোয়াজ্জেম হোসেন। সভাপতিত্ব করেন হলদীবাড়ী মাধ্যমিক বিদ্যানিকেতনের পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আমজাদ হোসেন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পার্বতীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব হাফিজুল ইসলাম প্রামানিক, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ রেজাউল করিম, পৌর মেয়র আলহাজ্ব এ জেড এম মেনহাজুল হক, ৪ নং পলাশবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান মোফাখারুল ইসলাম ফারুক প্রমুখ। অনুষ্ঠানে মাধ্যমিক বিদ্যালয়টির বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর কাছে বিভিন্ন বিষয়ে সরাসরি প্রশ্ন করলে মন্ত্রী সে সবের উত্তর দেন।


শেয়ার করুন

0 facebook: