Friday, December 22, 2017

শেষ হল নাট্যালোকের বিজয় উৎসব

শেষ হল নাট্যালোকের বিজয় উৎসব








শারমিন ইসলাম


বনাঢ্য আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শেষ হল নাট্যালোকের বিজয় উৎসব । আমরা লড়ছি অপসংস্কৃতি, অশ্লিলতা ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে এই শ্লোগান কে সামনে রেখে ঐতিহ্যবাহী নাট্য ও সাংস্কৃতিক সংগঠন নাট্যালোক এর  পাঁচ দিন ব্যাপী বিজয় উৎসবের কর্মসূচী গুলোর মধ্যে ছিল – নাট্য প্রদর্শনী , জনপ্রতিনিধি সম্বর্ধনা ,গুণীজন সম্বর্ধনা ও ছাত্র বৃত্তি  প্রদান । নাট্যালোক আয়োজিত ১৭-২১ ডিসেম্বর ৫দিন ব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন অনুষ্ঠানের উদ্বোধক রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য ও রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুহাকিম। নাট্যালোকের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী উত্তম কুমার কুন্ডুর সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  ডিডিসি লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক  ইঞ্জিনিয়ার এ.কে.এম. রফিক উদ্দিন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিলুফার রফিক
উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন  পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফরিদ হাসান ওদুদ,পাংশা পৌরসভার মেয়র ও পাংশা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল আল মাসুদ বিশ্বাস , পাংশা সরকারী কলেজের উপাধ্যক্ষ এ.কে.এম শফিকুল মোরশেদ আরুজ, পাংশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  মো. হাসান আলী বিশ্বাস, এয়াকুব আলী চৌধুরী স্মৃতি পাঠাগারের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক,  আইডিয়াল গার্লস কলেজের প্রতিষ্ঠাতা বিশিষ্ট শিক্ষাব্রতী অধ্যাপক মোহম্মদ আবদুল ওয়াহাব,  পাংশা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার চাঁদ আলী খান, বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক কমল সরকার ও নাট্যাভিনেতা মাসুদ রানা মিঠু প্রমূখ পাংশা পৌরসভা চত্ত্বরে আয়োজিত পাঁচ দিন ব্যাপী বিজয় উৎসবে  টিভি নাট্যাভিনেতা  লিটু করিম, মুন্সী মজনু, তারিক স্বপন, নূর-এ-আলম নয়ন, আহম্মেদ সাজু, সাইমুন চৌধুরী ও সঞ্জীব আহম্মেদ , মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার চাঁদ আলী ফুলেল শুভেচ্ছা ও স্মারক সম্মাননা উপহার প্রদান করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা  করেন নাট্যালোকের যুগ্ম সাধারণ সম্পাদক এ.কে.এম শরিফুল মোরশেদ রনজু। নাট্যালোকের বিজয় উৎসব শেষ দিনে ছিল মেধাবী শিক্ষার্থী দের মধে্য বৃত্তি প্রদান । 

x


শেয়ার করুন

0 facebook: