Saturday, February 24, 2018

ড. কাজী মোতাহার হোসেন কলেজে রজত জয়ন্তী উদ্যাপন

ড. কাজী মোতাহার হোসেন কলেজে রজত জয়ন্তী উদ্যাপন
শিক্ষার্থীদের শুধু জিপিএ -৫ পাওয়ার জন্য প্রস্তুত না করে ভাল শিক্ষার্থী হওয়ার বিষয়ে গুরুত্ব দিতে হবে 

------অনুষ্ঠানে ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান


মাসুদ রেজা শিশির 

শিক্ষার্থীদের শুধু জিপিএ-৫ পাওয়ার জন্য প্রস্তুত না করে ভাল শিক্ষার্থী হওয়ার বিষয়ে গুরুত্ব দিতে হবে। আমাদের শিক্ষার্থীদের অভিভাবকরা শুধুমাত্র জিপিএ-৫ পাওয়ার জন্য বিদ্যালয়ের সবসময় তাদের উপর বইয়ের খড়গ চাপিয়ে রাখেন। যেকারনে মানসিক ভাবে বেড়ে ওঠে না। পল্লী এলাকার মধ্যে ড. কাজী মোতাহার হোসেন কলেজটি উল্লেখ্যযোগ্য একটি প্রতিষ্ঠান। যে মানুষটির নামে এ কলেজটি প্রতিষ্ঠিত তিনি আমাদের সকলের শ্রদ্ধাভাজন একজন ব্যক্তি। যিনি সারাজীবন শিক্ষার জন্য নিরলস পরিশ্রম করে গেছেন। গতকাল শনিবার রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের হাবাসপুর ড.কাজী মোতাহার হোসেন কলেজে রজত জয়ন্তী উদ্যাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান। রজত জয়ন্তী উদ্যাপন উপলক্ষে ২দিন ব্যাপী নানা কর্মসূচী পালিত হয়েছে। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশের সাবেক নির্বাচন কমিশনার মোহাম্মদ আবু হেনা, রাজবাড়ী জেলা আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি, প্রকৌশলী এ,কে.এম রফিক উদ্দিন (পান্না মিয়া) শিক্ষা অধিদপ্তরের প্রধান প্রকৌশলী দেওয়ান মোহাম্মদ হানজালা, সাবেক অধ্যক্ষ প্রফেসর নাজমা হক, প্রফেসর ড.কে এম মোহসীন, ড. মোহাম্মদ সানাউল্লাহ, অতিরিক্ত সচিব আব্দুল হামিদ, রাজবাড়ী জেলা প্রশাসক মোঃ শওকত আলী, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম প্রমুখ। ২দিন ব্যাপী রজত জয়ন্তী উপলক্ষে শুক্রবার বিকালে ১১শত শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ বিতরন করা হয়েছে। ড.কাজী মোতাহার হোসেন কলেজে’র সভাপতি ড.এম এ মাজেদ এর সভাপতিত্বে ও কলেজর অধ্যক্ষ মোঃ আব্দুল আজিজসহ শিক্ষক মন্ডলী ও শিক্ষার্থীদের মধ্যে ব্যাগসহ বিভিন্ন উপকরণ তুলে দিয়েছেন। পরে সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও হাবাসপুর থিয়েটারের পরিবেশনায় নাটক মঞ্চায়িত হয়।উপলক্ষে কলেজ চত্বরটি মিলন মেলায় পরিনিত হয়,সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা নিজেদের মধ্যে কুশল বিনিময় করেন। পরে পুরস্কার বিতরণ, সম্মাননা স্মারক প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 



শেয়ার করুন

0 facebook: