Friday, March 30, 2018

পাংশায় ’ডিপিপি’ সমাজ উন্নয়নে কাজ করে চলছে

পাংশায় ’ডিপিপি’ সমাজ উন্নয়নে কাজ করে চলছে 

মাসুদ রেজা শিশির  

রাজবাড়ীর পাংশা উপজেলাসহ বিভিন্ন এলাকায় সমাজ সেবা মূলক কাজ করে চলছেন ডেভলপেমন্ট ফর পুওর পীপল্স ”ডিপিপি” নামক বে-সরকারী একটি সংস্থা। সামাজিক উন্নয়নে আমরা,মানবতার পাশে আমরা প্রতিপাদ্যকে সামনে রেখে  সংস্থাটি বাল্য বিবাহ বন্ধে নানা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলছে,একই সাথে নারী নির্যাতন যৌতুক বন্ধসহ বিভিন্ন সেবা মূলক কার্যক্রম করে এলাকার মধ্যে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে তাদের কাজ অব্যাহত রেখেছে। এরই অংশ হিসাবে শহরের গুরুত্বপূর্ণ স্থান সমুহে সচেতনতা মূলক ব্যানার ফেসটুন দিয়ে সাধারণ মানুষকে সচেতন করে আসছে। এ ব্যাপারে ডেভলপেমন্ট ফর পুওর পীপল্স ”ডিপিপি” সংস্থার’র চেয়ারম্যান বিশিষ্ট ব্যাবসায়ী ও রাজনিতিবিদ ঢাকা মহানগর দক্ষিণ কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক পাংশা উপজেলার হাবাসপুর ইউপির সাবেক চেয়ারম্যান আ.লীগ নেতা আল মামুন খানের ছোট ভাই খান মোঃ সাইফুল ইসলাম নকীব বলেন আমাদের সমাজের মানুষ এখনও বাল্য বিবাহের কু ফুল সর্ম্পকে সকলেই সচেতন না, তাই আমরা আমাদের সংস্থার মাধ্যমে চেষ্ঠা করছি সাধারণ মানুষকে সচেতন করতে। একই সাথে মাদককের ভয়াল থাবা থেকে যেন আমাদের যুব সমাজ দুরে থাকে এ জন্যও আমাদের সচেতনতা মূলক কার্যক্রম অব্যাহত রয়েছে। তিনি বলেন সকলের সহযোগীতা পেলে আমরা এ সংস্থার মাধ্যামে আমাদের সমাজ থেকে বাল্য বিবাহ,নারী নির্যাতন,যৌতুক ও মাদকের মত ভয়াবহ অভিশাপ থেকে সাধারণ মানুষকে বিরত রাখতে পারব বলে আমি বিশ্বাস করি।   



শেয়ার করুন

0 facebook: