Monday, April 9, 2018

পার্বতীপুরে ওসি’র সরকারী বাসভবনে সাপ

পার্বতীপুরে ওসি’র সরকারী বাসভবনে সাপ

এম এ আলম বাবলু,

দিনাজপুরের পার্বতীপুর মডেল থানার ওসি’র সরকারী বাসভবন থেকে বিষাক্ত সাপ উদ্ধারের ঘটনা ঘটেছে। রবিবার বিকেলে চারজন সাপুরীয়া দীর্ঘ সময় ধরে প্রচেষ্টা চালিয়ে বিষাক্ত প্রজাতীর দাড়াশ ও গোখরা সাপ উদ্ধার করে। এ ঘটনায় আতংকে দিন কাটছে ওসি’র পরিবার। এর আগেও ঐ বাসা থেকে কয়েকটি গোখরা সাপ উদ্ধারের ঘটনা ঘটেছে।  

জানা গেছে,  পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুল হক প্রধানের সরকারী বাসভবনে তার স্ত্রী ঘরের মধ্যে একটি বিষাক্ত সাপ দেখে চিৎকার করে ওঠে। এসময় বাসায় অবস্থায়রত ওসি সাপটি পিটিয়ে মেরে ফেলেন। পরে রবিবার বিকেলে উপজেলার মন্মথপুর দেউল গ্রামের বিষাদুর নেতৃত্বে চারজন সাপুরীয়া এসে গর্ত খুরে দীর্ঘ সময় ধরে চেষ্টার পর বড় আকারের দাড়াশ ও গোখরা সাপ উদ্ধার করে। এর আগেও ঐ বাসভবন থেকে আরো কয়েকটি সাপ উদ্ধার করা হয়েছিল। ব্রিটিশ আমলে নির্মিত পার্বতীপুর থানাটি মডেল থানাতে রুপান্তিত হয়েছে। কিন্তু ওসির বাসভবন সহ প্রতিটি কোয়াটারই এখনও জরাজীর্ন। বসবাসের অযোগ্য কোয়াটার গুলোতে ঝুকি নিয়ে পুলিশ সদস্যরা পরিবার পরিজনের সাথে বসবাস করছে। ওসির বাসভবন সহ কোয়াটার গুলি জরাজীর্ন হবার কারণে সেখানে অবাধে বিষধর সাপ বাসা বেধেছে। মডেল থানার ওসি হাবিবুল হক প্রধান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 



শেয়ার করুন

0 facebook: