Monday, May 21, 2018

পার্বতীপুরে পুলিশ ভ্যান উল্টে আহত ৭


পার্বতীপুরে পুলিশ ভ্যান উল্টে আহত ৭॥ হাসপাতালে ভর্তি ॥আশংকা জনক অবস্থায় একজনকে ঢাকায় প্রেরণ



এম এ আলম বাবলু
পার্বতীপুরে গভীর রাতে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা সময় আজ সোমবার ভোর রাতে পার্বতীপুর ফুলবাড়ী সড়কে এরশাদ নগর মোড়ে পুলিশ ভ্যান (সিভিল), উল্টে গিয়ে ড্রাইভার সহ ৭ পুলিশ আহত হয়েছেন। আহতরা হলেন, ভবানীপুর পুলিশফাড়ীর ইনচার্জ এসআই আক্তারুর ইসলাম, এ এস আই সোহেল রানা, সিপাহী মনদেল, জুলহাজ, আলতাফ ও মমতাজ আলী । তাদের সবাইকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ এস আই সোহেল রানার অবস্থা আশংখা জনক। তাকে বিশেষ ব্যবস্থায় চিকিৎসা নিতে ঢাকায় পাঠানো হচ্ছে বলে পার্বতীপুর মডেল থানার ওসি হাবিবুল হক প্রধাান জানান। বলা হয়েছে, আজ ভোর রাতে একটি সিভিল পিক ভ্যান নিয়ে ভবানীপুর পুলিশ ফাড়ীর ইনচার্জ আক্তারুল ইসলামে নের্তৃত্বে একিট বিশেষ অফিযান শেষে পার্বতীপুর শহরের দিকে যাওয়ার প্রাক্কালে এরশাদ নগর মোড়ে রাস্তাল মাঝখানে ছড়িয়ে ছিটিয়ে থাকা ধানের খড়ে পিকআপের চাকা জড়িয়ে অচল হয়ে যায়। এতে চলন্ত অবস্থায় পিকআপটি কয়েক বার উলট খেয়ে সবাই রক্তাত্ব হয়ে পড়ে এবং ঘটনাস্থলে কয়েজন জ্ঞান হারিয়ে ফেলে। খবর পেয়ে পার্বতীপুর মডেল থানার পুলিশ ঘটনাস্থালে গিয়ে সবাইকে উদ্ধার করে রংপুর নিয়ে যায়। অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলামের সাথে কথা হলে ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দূর্ঘটনাটি আসলে উল্লেখ্য যোগ্য। 


শেয়ার করুন

0 facebook: