Tuesday, July 3, 2018

পার্বতীপুরের মন্মথপুরে একটি ব্রিজ নির্মানকে কেন্দ্র করে আইডিয়াল ডিগ্রি কলেজের লেখাপড়া ও নিরাপত্তা বিঘ্নত হওয়ার আংশকা



পার্বতীপুরের মন্মথপুরে একটি ব্রিজ নির্মানকে কেন্দ্র করে আইডিয়াল ডিগ্রি কলেজের লেখাপড়া ও নিরাপত্তা বিঘ্ন  হওয়ার আংশকা

এম এ আলম বাবলু, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
পার্বতীপুরের মন্মথপুরে একটি ব্রিজ নির্মানকে কেন্দ্র করে আইডিয়াল ডিগ্রি কলেজের লেখাপড়া ও নিরাপত্তা বিঘিœত হওয়ার আশংকা দেখা দিয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য কলেজ কর্তৃপক্ষ জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। এ জন্যে ইতিমধ্যে কলেজের পক্ষ থেকে মন্মথপুর আইডিয়াল ডিগ্রী কলেজের জমি অধিগ্রহণ না করার জন্য জেলা প্রশাসক বরাবরে  আবেদন করা হয়েছে।

জানাগেছে, পার্বতীপুর উপজেলার মন্মথপুর এলাকার দিনাজপুর-পার্বতীপুর সড়কের ছোট যমুনা নদীর উপর  বন্দরের পুল ব্রীজ আইডি নং ২৫০২৫-৪৬ টি ভেঙ্গে জাইকা প্রকল্পের মাধ্যমে নতুন ব্রীজ ও  সংযোগ সড়ক নির্মান করার লক্ষে জাইকা প্রকল্পের নিয়োগকৃত সিসিডিবি রংপুর জোন কর্তৃক কলেজের প্রধান ফটক এর উপর দিয়ে ও কলেজ ভবনের উত্তর দেয়ালের ১ র্ফিট দুরত্ব হতে রাস্তার নকশা করা হয়েছে। নকশা মোতাবেক কাজের জন্য কলেজের ১১ শতক জমি অধিগ্রহণ করার প্রস্তাব করা হয়েছে ফলে কলেজের ৫ শতাধিক শিক্ষার্থী, শিক্ষক কর্মচারীদের প্রধান ফটক দিয়ে প্রবেশ ও  ফেরার পথে যাতায়াতে বিঘœ এবং চলাফেরার হুমকির সম্মুখীন হবে এবং ভবন সমূহ শ্রেণী পাঠদান কার্যক্রম বন্ধ হওয়ার আশংকায় ও বিভিন্ন প্রজাতির  শতাধিক গাছসহ কলেজ রক্ষার বৃহত্তর স্বার্থে কলেজ কর্তৃপক্ষ কর্তৃক কলেজের উত্তর পার্শ্বে রাস্তার উত্তরপার্শ্ব সংলগ্ন ১ নং খাস খতিয়ানভুক্ত সরকারি জমিতে সংযোগ সড়ক নির্মান করার জন্য জেলা প্রশাসকের কাছে আবেদন করেছেন। এ ব্যাপারে যোগাযোগ করা হলে পার্বতীপুরের মন্মথপুর আইডিয়াল ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ আমিনুর রহমান বলেন, সরকারী খাস জমিবাদ দিয়ে কলেজ  ভবনের ১ফিট দুরত্ব হতে জমি অধিগ্রহণ করা হলে কলেজটি বড় ধরনের হুমকির সম্মুখিন হবে। শিক্ষার্থীসহ অন্যান্য, লোকজন কলেজে  যাতায়াতের পথে মুত্যু ঝুঁকিতে  পড়তে পারে। তাছাড়া কলেজের ভবন ঘেষে রাস্তা নির্মিত হলে মুল রাস্তার বাঁক তুলনামুলক কম হবে। কলেজের শিক্ষার্থী শাহিনা আকতার ও আজিবর রহমান বলেন, কলেজ ভবনের ১ফিট দুরত্ব দিয়ে সংযোগ রাস্তা করা হলে শ্রেণি কক্ষের পরিবেশ মারাত্বকভাবে বিঘœত হবে। নকশা সংশোধন করে সরকারী খাস জমি দিয়ে সংযোগ রাস্তা নির্মান করা হলে রাস্তাটি ও ব্রীজটি সোজা হবে এবং কলেজও ক্ষতির হাত হতে রক্ষা পাবে। সরকারকে জমি অধিগ্রহন বাবদ কোন টাকা ব্যয় করতে হবেনা। স্থানীয় এলাকাবাসি কলেজ রক্ষার বৃহত্তর  স্বার্থে সরেজমিনে প্রকৃত তদন্ত পূর্বক রাস্তা ও ব্রীজের নকশা উত্তরদিকে সরকারি জমিতে সরিয়ে নির্মানের জন্য নকসা সংশোধনের জোর দাবি জানিয়েছেন।


শেয়ার করুন

0 facebook: