Monday, November 19, 2018

হেফ্জ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে ২দিন ব্যাপী তাফসীরুল কুরআন মাহফিল শুরু আজ

পাংশায় আজিজপুর রশীদিয়া কাওমিয়া মাদ্রাসা প্রাঙ্গনে 

হেফ্জ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে ২দিন ব্যাপী তাফসীরুল কুরআন মাহফিল শুরু আজ

মাসুদ রেজা শিশির  

রাজবাড়ীর পাংশা পৌর শহরের আজিজপুর রশীদিয়া কাওমিয়া মাদ্রাসার ৬ হাফেজ শিক্ষার্থীর পাগড়ী প্রদান উপলক্ষে আজিজপুর রশীদিয়া কাওমিয়া মাদ্রাসার উদ্দ্যেগে ২দিন ব্যাপী তাফসীরুল কুরআন মাহফিল আজ (১৯ নভেম্বর সোমবার) বাদ আসর থেকে শুরু হচ্ছে। সরদার বাসষ্ট্যান্ডের পূর্ব পাশে মাদ্রাসা ময়দানে এ মাহফিলে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখবেন জামিয়া তা’লিমীয়া মাদ্রাসার প্রিন্সিপাল আলহাজ্ব মাওলানা মুহাম্মদ হাফীজুর রহমান (কুয়াকুটা),প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন ওয়ায়েজ কুরুনী রোড জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতী ইব্রাহিম খলিল মাদানী, বিশেষ অতিথি বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের সহকারী প্রশিক্ষক আলহাজ্ব মাওলানা আব্দুর রাজ্জাক। মাহফিলে সভাপতিত্ব করবেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মোজাম্মেল হক। এছাড়াও মাহফিলে দেশের বিভিন্ন এলাকার খ্যাতিমান বক্তাগন বয়ান রাখবেন। প্রসঙ্গত এছর ৬ জন হাফেজ শিক্ষার্থীকে পাগড়ী প্রদান করা হবে এদের মধ্যে ৩শিক্ষার্থী অল্প সময়ের মধ্যে পবিত্র কুরআনের হাফেজ হয়ে আলোচনার শীর্ষে উঠে এসেছে। 



শেয়ার করুন

0 facebook: