Tuesday, April 23, 2019

রেলওয়ে জংশন ধুমপান মুক্ত করতে পার্বতীপুর রেলওয়ে থানা পুলিশের প্রশংসনীয় উদ্যোগ


এম এ আলম বাবলু

দেশের বৃহৎ পার্বতীপুর রেলওয়ে জংশন ধুমপান মুক্ত করতে পার্বতীপুর রেলওয়ে থানা পুলিশ প্রশংসনীয় উদ্যোগ নিয়েছে। প্রকাশ্যে জন সম্মুখে ধুমপান না করতে জন সচেতনতা বৃদ্ধির জন্য চালানো হচ্ছে ব্যাপক প্রচারনা। গত কয়েকদিন ধরে চলা এই প্রচারনার অংশ হিসাবে আজ মঙ্গলবার বেলা ১১টা ৩০ মিনিটে পার্বতীপুর রেলওয়ে জংশনে চালানো হয় ধুমপান বিরোধী প্রচারনা। রেলওয়ে থানা পুলিশ হ্যান্ড মাইক দিয়ে জংশনে অবস্থানরত জনগন ও ট্রেনে চলাচলকারী যাত্রীদেরকে প্রকাশ্যে ধুমপান না করতে আহবান জানান। সেই সাথে ধুমপানের কুফল সম্পর্কে সবাইকে অবহিত করেন। ধুমপান মুক্ত গণসচেতনতা মূলক এই প্রচার অভিযানে রেলওয়ে পুলিশের সাথে স্থানীয় রেল কর্মকর্তারাও যোগ দেন। স্থানীয় আওয়ামীলীগ নেতা ফরহাদুজ্জামান বুলু বলেন, রেলওয়ে পুলিশের ধুমপান বিরোধী এই অভিযান সমায়োপোযোগী। তাদের এই উদ্দ্যোগকে স্বাগত জানাই।
পার্বতীপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ  (ওসি) এস এম আরিফুর রহমান জানান, চার লাইনের সংযোগ স্থল বৃহৎ এই রেলওয়ে জংসনের ৫ টি প্লাটফর্মে দিবা-রাত্রী সর্বক্ষনই যাত্রী সাধারনের অবাধ বিচরন থাকে। জনসমাগমে মুখরিত জংশনটি ধুমপান মুক্ত সহ বিভিন্ন ধরনের অপরাথ মুক্ত করতে আমরা বদ্ধ পরিকর। সে লক্ষেই আমরা কাজ করে যাচ্ছি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ধুমপান বিরোধী প্রচার অভিযান চালিয়ে ইতোমধ্যেই এর সুফল পেতে শুরু করেছি। 


শেয়ার করুন

0 facebook: