Sunday, April 28, 2019

পালেরডাঙ্গীতে সেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার করছেন এলাকার তরুন সমাজ



মাসুদ রেজা শিশির  

২৮ এপ্রিল ২০১৯ 

 আর কত অবহেলিত হবে পালেরডাঙ্গী গ্রাম। বিদ্যুৎ আনতে হয় গ্রামের উদ্যোগে, রাস্তা সংস্কার করতে হয় নিজেদের। তাহলে এগুলোর দায়িত্ব যাদের তাদের কাজ কি ? রাজা যায় রাজা আসে কিন্তু আমাদের গ্রামের ভাগ্যের কোন পরিবর্তন হয় না। মানিক বন্দোপ্যাধায়ের কথায় বলতে হয় "ঈশ্বর থাকেন ঐ ভদ্র পল্লীতে তাহাকে এখানে খুঁজিয়া পাওয়া যাইবে না” এরুপই মন্তব্য করেছেন পালেরডাঙ্গী এলাকার এক উদ্দ্যামী যুবক, অপর একজন মন্তব্য করেন ইস! আমি যদি থাকতে পারতাম এই মহত্ত্ব কাজে আজ নিজেকে গর্ব করতে পারতাম যাই হোক এলাকার বাসিন্দারা তোমাদের মনে রাখবে আর আমাদের চেয়ারম্যান সাহেবকে পরিদর্শন করার জন্য বলা হলো। এসব মন্তব্যকে উপেক্ষা করে এলাকার তরুন-যুবকেরা নিজের চলাচলের জন্য অন্য কারো উপর ভরসা না করে রাজবাড়ীর পাংশা উপজেলার শরিসা ইউপির সরিষা বাজার থেকে কামার মোড় পালেরডাঙ্গী পশ্চিম পাড়া অংশে রাস্তার বেহাল দশা নিরোশনের লক্ষে নিজেরাই সেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার করেতে নেমে পড়েছেন শুক্রবার সারাদিন ওই এলাকার স্কুল কলেজের শিক্ষার্থী,এলাকাবাসি এ মহান কাজে অংশ নিতে দেখাযায়। স্থানীয়দের দাবী দ্রুত সময়ের মধ্যে রাস্তাটি পাকা করণ করে ওই এলাকার মানুষের চলাচলের উপযোগী করতে হবে। আর কতদিন অবহেলিত থাকবে এই পালেরডাঙ্গী গ্রাম। 



শেয়ার করুন

0 facebook: