Monday, June 24, 2019

পাংশায় নানা আয়োজনে আ.লীগের ৭০ তম প্রতিষ্ঠা বার্ষিকি পালিত


মাসুদ রেজা শিশির 

   
রাজবাড়ীর পাংশা উপজেলা আওয়ামীলীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগের ৭০ তম প্রতিষ্ঠা বার্ষিকি নানা আয়োজনে পালিত হয়েছে। এ উপলক্ষে বরিবার সকালে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ, নিরবতা পালন, দোয়া মোনাজাত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পাংশা উপজেলা আ.লীগের সভাপতি এ,কে এম শফিকুল মোরশেধ আরুজের সভাপতিত্বে উপস্থিত ছিলেন পাংশা উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ হাসান আলী বিশ্বাস,পৌর মেয়র আব্দুল আল মাসুদ বিশ্বাস,সহ-সভাপতি চিত্তরঞ্জন কুন্ডু,যুগ্ন সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আহম্মদ হোসেন,কোষাধ্যক্ষ ও জেলা পরিষদ সদস্য উত্তম কুমার কুন্ডু, পৌর আ.লীগের সাধারণ সম্পাদক ও প্যানেল মেয়র আব্দুল ওদুদ সরদার অতুর,পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক মোঃ জালাল উদ্দিন বিশ্বাস,উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ সাহিদুল ইসলাম মারুফ, সাধারণ সম্পাদক খোন্দকার তাজবীর হাসান সিসিলসহ বিভিন্ন পর্যায়ের আ.লীগ,যুবলীগ,ছাত্রলীগসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ প্রতিষ্ঠা বার্ষিকির অনুষ্ঠানে যোগদান করেন। বিকালে উপজেলা আ.লীগের কার্যালয়ে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। পাংশা উপজেলা আ.লীগের সভাপতি বলেন প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমরা পাংশাতে সপ্তাহ ব্যাপী কর্মসূচী গ্রহণ করেছি। আগামী ২৬ জুন রাজবাড়ী জেলা আ.লীগের সভাপতি পাংশা কালুখালী বালিয়াকান্দির জনগনের আস্থার প্রতীক বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি পাংশার কর্মসূচীতে যোগ দিবেন।


শেয়ার করুন

0 facebook: