Wednesday, June 26, 2019

সাংস্কৃতিক অনুষ্ঠান বুধবার গাইবেন মৌসুমি ও বিন্দু পাংশায় আ.লীগের ৭০ তম প্রতিষ্ঠা বার্ষিকি উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগীতা ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠিত



মাসুদ রেজা শিশির 

 
 রাজবাড়ীর পাংশা উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগের ৭০ তম প্রতিষ্ঠা বার্ষিকি বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে। কর্মসূচীর অংশ হিসাবে মঙ্গলবার সকাল সাড়ে ৯ টায় উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে উপজেলা আ.লীগের আয়োজনে ও উপজেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় চিত্রাংকন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। এ প্রতিযোগীতায় ৬০ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাংলাদেশ এবং জাতীয় পতাকা অংকন করেন। এ সময় অংশ গ্রহণ কারী সকল শিশুকে পুরুস্কার প্রদান করা হয় এবং বুধবার বিকালে পাংশা পৌরসভা চত্বরে জনসভায় প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি’র হাত থেকে ২টি গ্রুপের ১০ জন শিক্ষার্থী পরুস্কার গ্রহণ করবেন। চিত্রাংকন প্রতিযোগীতা শেষে পাংশা উপজেলা আ.লীগের সভাপতি এ.কে এম শফিকুল মোরশেধ আরুজ’র সভাপতিত্বে সকল অংশ গ্রহণকারীদের মধ্যে পুরুস্কার  তুলেদেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মোঃ হাসান আলী বিশ্বাস, উপজেলা আ.লীগের কোষাধ্যক্ষ ও জেলা পরিষদ সদস্য উত্তম কুমার কুন্ডু,উপজেলা আ.লীগের প্রভাবশালী নেতা শহিদ বিশ্বাস, মনজুর কাদের, কৃষকলীগ নেতা বকুল বিশ্বাসসহ উপজেলা আ.লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। বাংলাদেশ আওয়ামীলীগের ৭০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ৭দিন ব্যাপী কর্মসূচী পালিত হচ্ছে পাংশায়। কর্মসূচীর অংশ হিসাবে বুধবার বিকালে পাংশা পৌরসভা চত্বরে বিশাল জনসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে উপজেলা আ.লীগ। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখবেন রাজবাড়ী জেলা আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি। সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করবেন সম্প্রতি সময়ের সারা জাগানো কন্ঠ শিল্পী আয়শা মৌসুমী ও ক্লোজ-আপ খ্যাত শিল্পী বিন্দু। প্রসঙ্গত গত ২৩ জুন প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা আ.লীগের দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ,নিরবতা পালন,দোয়া মোনাজাত ও আলোচনা সভা, মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 


শেয়ার করুন

0 facebook: