Tuesday, July 9, 2019

উৎসবের শুভ উদ্বোধন করেন এ্যাড.খোদেজা নাসরিন আক্তার হোসেন এমপি পাংশায় ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাব গাম্ভিরয্যর মধ্যে দিয়ে রথযাত্রা অনুষ্ঠিত




মাসুদ রেজা শিশির  

 
রাজবাড়ীর পাংশায় ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাব গাম্ভিরয্যর মধ্যে দিয়ে বৃহস্পতিবার শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে পাংশা আদি মহাশ্মশান প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পাংশা রধ উৎসব কমিটির আয়োজনে ও পাংশা  উপজেলা পুজা উদ্যাপন পরিষদ, হিন্দু বৈদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, শ্রীকৃষ্ণ সেবা সংঘ, শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির, শ্রী শ্রী নিতাই গৌর সেবাশ্রম, পাংশা আদি মহাশ্বশান কমিটির সহযোগীতায় এ রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। রথযাত্রা অনুষ্ঠানে রথ উৎসব কমিটির সভাপতি শ্রী সুব্রত কুমার দাস সাগরের সভাপতিত্বে ও পাংশা উপজেলা হিন্দু বৈদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি,জেলা পরিষদ সদস্য শ্রী উত্তম কুমার কুন্ডুর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন  এবং এ উৎসবের শুভ উদ্বোধন করেন মহিলা আসন ৪০ -(রাজবাড়ী) সংরক্ষিত আসনের সংসদ সদস্য এ্যাড.খোদেজা নাসরিন আক্তার হোসেন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ, পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আহসান উল্লাহ, পাংশা উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ হাসান আলী বিশ্বাস, পাংশা উপজেলা আ.লীগের সিনিয়র সহসভাপতি চিত্তরঞ্জন কুন্ড,ু জেলা পরিষদ সদস্য মোঃ মিজানুর রহমান মজনু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন বিশ্বাস,যশাই ইনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মোঃ সিদ্দিকুর রহমান,পাংশা রথ উৎসব পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও উপজেলা পুজা উদ্যাপন পরিষদের সভাপতি শ্রী নির্মল কুমার কুন্ডু,পাংশা উপজেলা পুজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্রী দিপক কুমার কুন্ডু,পাংশা পৌর পুজা উদ্যাপন পরিষদের সভাপতি শ্রী সুব্রত কুমার দে,সহ বিভিন্œ ইউনিয়ন থেকে আসা পুজা পরিষদের সভাপতি সাধারণ সম্পাদকগন বক্তব্য রাখেন। প্রধান অতিথির বক্তব্যে সংরক্ষিত আসনের সংসদ সদস্য এ্যাড.খোদেজা নাসরিন আক্তার হোসেন বলেন আমাদের দেশ স্বাধীনের সময় যারা মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন তাদের কেউ হিন্দু মুসলিম দেখে যাননি সকলেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে মহান মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়েছিলেন সেই সাথে আমাদের দেশকে শত্রুমুক্ত করে একটি স্বাধীনদেশকে উপহার দিয়েছিলেন। আমাদের নেত্রী সকলের নেত্রী আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সকলের প্রধানমন্ত্রী ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের সকলেকে ঐক্যবন্ধ হয়ে আমাদের দেশ উন্নয়নের লক্ষ্যে কাজ করে যেতে হবে। ধর্ম যার যার রাষ্ট্র সবার এই কথা আমাদের মনে রাখতে হবে। বক্তব্যে তিনি পাংশা আদি মহাশ্বশান উন্নয়নে সহযোগীতা করার আশ্বাস প্রদান করেন।   


শেয়ার করুন

0 facebook: