Thursday, August 24, 2017

কাল কণ্ঠশীলনের নতুন নাটক ‘যাদুর লাটিম’


কাল কণ্ঠশীলনের নতুন নাটক যাদুর লাটিম

 


শারমিন ইসলাম
অপেক্ষার পালা শেষে আসছে কণ্ঠশীলনের নতুন নাটক যাদুর লাটিম কাল শুক্রবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয়  নাট্যশালায় এর উদ্বোধনী মঞ্চায়ন। পরের দিন শনিবার সন্ধ্যা ৭টায় একই মিলনায়তনে নাটকটির দ্বিতীয় মঞ্চায়ন। নতুন নাটক যাদুর লাটিমের শুভ উদ্বোধন ঘোষণা করবেন মঞ্চসারথি আতাউর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের সেক্রেটারি জেনারেল আকতারুজ্জামান।  

নাটক সম্পর্কে নির্দেশক মীর বরকত বলেন, মধ্যপ্রাচ্যের ক্লাসিক অ্যারাবিয়ান নাইট্সএর আঙ্গিকে ঔপন্যাসিক নাগিব মাহফুজ রচনা করেন অ্যারাবিয়ান নাইট্স অ্যান্ড ডে তরুণ লেখক রাফিক হারিরি এই উপন্যাসের কিছু অংশ নিয়ে নাট্যরূপ দিয়েছেন যাদুর লাটিমনাটকের। মধ্যপ্রাচ্যের পটভূমিতে লেখা হলেও নাট্যকার বর্তমান সময়ের রাজনৈতিক, সামাজিক প্রেক্ষাপট ফুটিয়ে তুলেছেন নাটকে। অদ্ভুতুরে কাহিনির সঙ্গে বর্তমান বিশ্বের প্রবহমান ঘটনাবলীর সাযুজ্য ফুটিয়ে তুলতে ফ্যান্টাসি রিয়েলিস্টিকের মিশ্রণে ঢেলে সাজানো হয়েছে নাটকটি।

দেড় ঘণ্টার নাটকটির মঞ্চসজ্জা, পোশাক আলোক পরিকল্পনায় আছেন ফয়েজ জহির, সঙ্গীত পরিকল্পনা সুর সংযোজন করেছেন শিশির রহমান, কোরিওগ্রাফি করেছেন আমিনুল আশরাফ। গান লিখেছেন রাফিক হারিরি মীর বরকত।

আবৃত্তির সংগঠন হিসেবে পরিচিত হলেও বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনভুক্ত কণ্ঠশীলন ১৯৯৩ সাল থেকে নিয়মিত মঞ্চনাটক প্রযোজনা করছে। কণ্ঠশীলন প্রযোজিত প্রথম তিনটি নাটকের নির্দেশনা দেন প্রয়াত সুখ্যাত অভিনেতা খালেদ খান (যুবরাজ) নাটকগুলো ছিলো হেনরিক যোহান ইবসেনের ডলসহাউজ অবলম্বনে শম্ভু মিত্র রূপান্তরিত পুতুলখেলা’, মাস্টার বিল্ডার অবলম্বনে কারিগর’; ইউসুফ ইদরিসের দ্যা ফারফুরস অবলম্বনে ভৃত্য রাজকতন্ত্র

সৈয়দ শামসুল হকের উত্তরবংশনাটকের নির্দেশনা দিয়েছেন গোলাম সারোয়ার। সুনীল গঙ্গোপাধ্যায়ের রাজা-রানীএবং মনোজ মিত্রের যা নেই ভারতেনাটকের নির্দেশনা দিয়েছেন মীর বরকত।

বিভিন্ন চরিত্রে রূপদান করেছেন রইস উল ইসলাম, মোস্তফা কামাল, একেএম শহীদুল্লাহ কায়সার, সোহেল রানা, সালাম খোকন, অনন্যা গোস্বামী, জেএম মারুফ সিদ্দিকী, নিবিড় রহমান, নাশাত আনান চৌধুরী বিন্তু, আফরিন খান, অনুপমা আলম, নিলুফা মিম, রাহনুমা ইসলাম রাখী, মো. আব্দুল কাইয়ুম, রুবেল মজুমদার, মো. ওয়ালিউল ইসলাম সাকিব, নিশরাত জেবিন নিশি, শেখ সাজ্জাদুর রহমান ফাহিম আবরার।

শেয়ার করুন

0 facebook: